ইসলামিক পিএলপি ফাইল এর শর্ত,গোপনীয়তা নীতি ও সমস্ত নীতিমালা

01.ইসলামিক পিএলপি ফাইল কী ?

ইসলামিক পিএলপি ফাইল  ( islamicplpfile.com ) গ্রাফিক্স ডিজাইন বিষয়ক বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ দেয় , বিভিন্ন Plp File,Psd File,Victor, Png File , প্রদান করে ও গ্রাফিক্স বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে এবং নিয়মিত গ্রাফিক্স বিষয়ক ব্লগপোস্ট প্রকাশ করে থাকে। আরো পড়ুন...

02.( অফলাইন / অফিসে এসে ) গ্রাফিক্স কোর্স সংশ্লিষ্ট টার্মস ও কন্ডিশনস

  1. প্রতি ইলাস্ট্রেটর কোর্সের ভর্তি ফি ৬২০০ টাকা ।
  2. ফটোশপ কোর্সের ভর্তি ফি ৫০০০ টাকা ।
  3. পিক্সেল ল্যাব কোর্সের ভর্তি ফি ১০০০ টাকা।
  4. সার্টিফিকেটের জন্য আবেদন ফি ৬২০০ টাকা ।
  5. স্টুডেন্ট আইডি কার্ডের ফি ৳ ১০০ টাকা ।
  6. সার্টিফিকেট হারিয়ে গেলে বা ভুল সার্টিফিকেট সংশোধনের আবেদন ফি ৩০০ টাকা ।
  7. প্রতিটি সার্টিফিকেটের মেয়াদ সার্টিফিকেট ইস্যুর দিন হতে ৩ বছর । সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে যাবার পর পুনরায় উক্ত কোর্সে পরীক্ষা দিয়ে পাশ করা সাপেক্ষে সার্টিফিকেট সংগ্রহ করা যাবে যার মেয়াদও থাকবে ৩ বছর ।
  8. পরীক্ষা দিয়ে যারা অকৃতকার্য হবে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে না এবং সার্টিফিকেটের আবেদন ফি'ও অফেরতযোগ্য বলে বিবেচিত হবে ।
  9. সার্টিফিকেটের মেয়াদ উত্তীর্ণকারীরা বা অকৃতকার্যরা পুনরায় পরীক্ষা ফি ৩০০ টাকা দিয়ে পাশ করা সাপেক্ষে সার্টিফিকেট নিতে পারবে ।
  10. যে কোন কোর্সের প্রতিটি ক্লাসের ০১ ঘণ্টা পূর্বে SMS নটিফিকেশন পাবার আবেদন ফি ৬১০০ টাকা যা কোর্সে ভর্তি সময় পে করতে হবে ।
  11. বাড়িতে বসে লাইভ কোর্সের ক্লাস করার আবেদন ফি মূল কোর্সের ১০০ % ।
  12. যেসব কোর্সের ফ্রি কোর্স ফিচার রয়েছে সেসব কোর্সের ফ্রি কোর্সে মূল কোর্সের ৫০ % শেখানো হবে 
  13. ফ্রি কোর্সের রেজিস্ট্রেশন ফি ৳ ৩০০ টাকা ।
  14. গ্রাফিক্স ডিজাইন যুক্ত সকল কোর্সের ক্ষেত্রে ফি দেয়া বাধ্যতামূলক । ফি নির্ধারণের ক্ষেত্রে ইসলামিক পিএলপি ফাইল সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে । গ্রাফিক্স ক্লাস শুরু হওয়ার এক সপ্তাহ ভিতরে যদি আপনি মনে করেন  গ্রাফিক্স ক্লাস করবেন না তাহলে তাহলে ভর্তির ফি থেকে ৫০% টাকা আপনাকে ফেরত দেওয়া হবে।  গ্রাফিক্স ক্লাস ১ সপ্তাহ করার পর যদি আপনি মনে করেন ক্লাস করবেন না, তাহলে আপনার ভর্তির ফি অফেরতযোগ্য বলে বিবেচিত হবে ।
  15. যেসব কোর্সে দুই কিস্তিতে টাকা পরিশোধের সুযোগ আছে ; সেসব কোর্সের ভর্তির সময় অর্ধেক এবং ভর্তির দিন থেকে আগামী ১৫ দিনের মধ্যে বাকি অর্ধেক ফি পরিষোধ করতে ব্যার্থ হলে ভর্তি বাতিল হয়ে যাবে । ভর্তি বাতিল হয়ে গেলে পূর্বে জমাকৃত ফি অফেরতযোগ্য বলে বিবেচিত হবে ।
  16. যে কোন কোর্সের / সার্ভিসের ফরম পূরণ ও পেমেন্টের ক্ষেত্রে বা ইসলামিক পিএলপি ফাইল কোন কাজের ক্ষেত্রে কেউ অবৈধ পন্থা অবলম্বন করে ধরা খেলে শাস্তি স্বরুপ ৳ ৫০০০ টাকা জরিমানা দিতে বাধ্য থাকবে । ভুল নিয়মে পূরণকৃত / পাঠানো ফরম পেমেন্ট অসংশোধনযোগ্য অফেরতযোগ্য । আরো পড়ুন...

03.অনলাইন কোর্স সংশ্লিষ্ট টার্মস ও কন্ডিশনস

  1. প্রতি ইলাস্ট্রেটর কোর্সের ভর্তি ফি ৬২০০ টাকা ।
  2. ফটোশপ কোর্সের ভর্তি ফি ৫০০০ টাকা ।
  3. পিক্সেল ল্যাব কোর্সের ভর্তি ফি ১০০০ টাকা।
  4. সার্টিফিকেটের জন্য আবেদন ফি ৬২০০ টাকা ।
  5. স্টুডেন্ট আইডি কার্ডের ফি ৳ ১০০ টাকা ।
  6. সার্টিফিকেট হারিয়ে গেলে বা ভুল সার্টিফিকেট সংশোধনের আবেদন ফি ৩০০ টাকা ।
  7. প্রতিটি সার্টিফিকেটের মেয়াদ সার্টিফিকেট ইস্যুর দিন হতে ৩ বছর । সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে যাবার পর পুনরায় উক্ত কোর্সে পরীক্ষা দিয়ে পাশ করা সাপেক্ষে সার্টিফিকেট সংগ্রহ করা যাবে যার মেয়াদও থাকবে ৩ বছর ।
  8. পরীক্ষা দিয়ে যারা অকৃতকার্য হবে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে না এবং সার্টিফিকেটের আবেদন ফি'ও অফেরতযোগ্য বলে বিবেচিত হবে ।
  9. সার্টিফিকেটের মেয়াদ উত্তীর্ণকারীরা বা অকৃতকার্যরা পুনরায় পরীক্ষা ফি ৩০০ টাকা দিয়ে পাশ করা সাপেক্ষে সার্টিফিকেট নিতে পারবে ।
  10. যে কোন কোর্সের প্রতিটি ক্লাসের ০১ ঘণ্টা পূর্বে SMS নটিফিকেশন পাবার আবেদন ফি ৬১০০ টাকা যা কোর্সে ভর্তি সময় পে করতে হবে ।
  11. বাড়িতে বসে লাইভ কোর্সের ক্লাস করার আবেদন ফি মূল কোর্সের ১০০ % ।
  12. যেসব কোর্সের ফ্রি কোর্স ফিচার রয়েছে সেসব কোর্সের ফ্রি কোর্সে মূল কোর্সের ৫০ % শেখানো হবে 
  13. ফ্রি কোর্সের রেজিস্ট্রেশন ফি ৳ ৩০০ টাকা ।
  14. গ্রাফিক্স ডিজাইন যুক্ত সকল কোর্সের ক্ষেত্রে ফি দেয়া বাধ্যতামূলক । ফি নির্ধারণের ক্ষেত্রে ইসলামিক পিএলপি ফাইল সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে । গ্রাফিক্স ক্লাস শুরু হওয়ার এক সপ্তাহ ভিতরে যদি আপনি মনে করেন  গ্রাফিক্স ক্লাস করবেন না তাহলে তাহলে ভর্তির ফি থেকে ৫০% টাকা আপনাকে ফেরত দেওয়া হবে।  গ্রাফিক্স ক্লাস ১ সপ্তাহ করার পর যদি আপনি মনে করেন ক্লাস করবেন না, তাহলে আপনার ভর্তির ফি অফেরতযোগ্য বলে বিবেচিত হবে ।
  15. যেসব কোর্সে দুই কিস্তিতে টাকা পরিশোধের সুযোগ আছে ; সেসব কোর্সের ভর্তির সময় অর্ধেক এবং ভর্তির দিন থেকে আগামী ১৫ দিনের মধ্যে বাকি অর্ধেক ফি পরিষোধ করতে ব্যার্থ হলে ভর্তি বাতিল হয়ে যাবে । ভর্তি বাতিল হয়ে গেলে পূর্বে জমাকৃত ফি অফেরতযোগ্য বলে বিবেচিত হবে ।
  16. যে কোন কোর্সের / সার্ভিসের ফরম পূরণ ও পেমেন্টের ক্ষেত্রে বা ইসলামিক পিএলপি ফাইল কোন কাজের ক্ষেত্রে কেউ অবৈধ পন্থা অবলম্বন করে ধরা খেলে শাস্তি স্বরুপ ৳ ৫০০০ টাকা জরিমানা দিতে বাধ্য থাকবে । ভুল নিয়মে পূরণকৃত / পাঠানো ফরম পেমেন্ট অসংশোধনযোগ্য অফেরতযোগ্য । আরো পড়ুন...

04.সাধারণ টার্মস

  1. ইসলামিক পিএলপি ফাইল ডটকমে পেইড ব্লগ বা গ্রাফিক্স ডিজাইন রাইটারদের জন্য প্রকাশিত নীতিমালা শুধু তাদের দেখার জন্যই উন্মুক্ত যা অন্য কারো সাথে শেয়ার করা নিষিদ্ধ । পেইড মেম্বারদের পোস্ট বা গ্রাফিক্স ডিজাইন জমা দেয়ার জন্য ও জমাকৃত পোস্ট বা গ্রাফিক্স ডিজাইন ইসলামিক পিএলপি ফাইল ওয়েবসাইটে প্রকাশের পূর্বে দেখার জন্য নিজ গুগল অ্যাকাউন্টে লগিন করা বাধ্যতামূলক ।
  2. ব্লগ পোস্টে শেয়ার করা প্রত্যেকটি প্রোডাক্ট , Plp File,Psd File,Victor, Png , ওয়েবসাইট বা সমকালীন বিষয় ভিত্তিক টিপস ও ট্রিকস নিজ দায়িত্বে ব্যবহার করবেন [ কোন ধরণের অনাকাঙ্ক্ষিয় ক্ষয় ক্ষতির দায়ভার ইসলামিক পিএলপি ফাইল  বহন করে না ] ।
  3.  ফ্রিল্যান্স পোস্ট রাইটারদের নীতিমালা মেনে পোস্ট করা বাধ্যতামূলক ।
  4. আপনি যদি ইসলামিক পিএলপি ফাইল ওয়েবসাইট থেকে ব্লগ পোস্ট বা গ্রাফিক্স ডিজাইন ফাইল আপনার ওয়েব সাইটে প্রচার করেন,এবং যদি আপনার ওয়েব সাইটে গুগল অ্যাডসেন্স থেকে থাকে তাহলে আপনার সাইটে গুগল অ্যাডসেন্স একাউন্টটি বাতিল হতে পারে, আর যদি গুগল এডসেন্স অ্যাপ্রুভ হয়নি কিন্তু আপনি আবেদন করেছেন, সে ক্ষেত্রে আপনার আবেদনটি রিজেক্ট হতে পারে।
  5. ইসলামিক পিএলপি ফাইল থেকে গ্রাফিক্স ডিজাইন প্যাকেজ ক্রয় করে ফ্রিল্যান্সিং করার অনুমোদন দেয়না। এই ডিজাইনগুলি শুধুমাত্র আপনার ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন।
  6. গ্রাফিক্স ডিজাইন ক্রয় করার পাশাপাশি যদি কাস্টমাইজ করে নিতে চান তার জন্য আলাদা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে ।
  7. এই সাইটে প্রকাশিত কোন বহিঃগত লিঙ্কের প্রতি ইসলামিক পিএলপি ফাইল কোন নিরাপত্তা প্রদান করে না , নিজ দায়িত্বে বহিঃর্গত লিঙ্কে প্রবেশ করতে হবে এবং সেখানে কোন তথ্য প্রবেশ করানোর আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন । ৪. যে কোন সেবা / সার্ভিস / কোর্সের অনলাইন ফরম পূরণ ও পেমেন্টের ক্ষেত্রে কেউ অবৈধ পন্থা অবলম্বন করে ধরা খেলে শাস্তি স্বরুপ ৮৫০,০০০০ টাকা জরিমানা দিতে বাধ্য থাকবে । অবৈধ / ভুল নিয়মে পূরণকৃত / পাঠানো ফরম ও পেমেন্ট অসংশোধনযোগ্য ও অফেরযোগ্য ।
  8. ক্ষেত্র বিশেষে আপনি ইসলামিক পিএলপি ফাইল কোন সেবা / সার্ভিস / কোর্সের অনলাইন ফরম জমা দেওয়ার পর উল্লেখিত সময়ের চেয়ে অতিরিক্ত সময় লাগতে পারে আপনার সাথে যোগাযোগ করতে ।
  9. বৈদ্যুতিক গোলযোগ কারিগরি ত্রুটি কিংবা অসাবধানতার জন্য ক্ষেত্র বিশেষে আপনার / আপনাকে সার্ভিস / সেবা / রিভিউ / কনফার্মেশন পেতে / জানাতে উল্লেখিত সময়ের চেয়ে অতিরিক্ত সময় লাগতে পারে ।
  10. ইসলামিক পিএলপি ফাইল ০১ দিনের ওয়ার্কিং আওয়ার ( অফিস টাইম ) ধরা হয় সকাল ০৯ টা থেকে রাত ১০  টা পর্যন্ত মোট ১৪ ঘণ্টা ( শুক্রবার ব্যতিত ) । তাই ইসলামিক পিএলপি ফাইল ২৪ ঘণ্টা = আপনার হিসেবে ০৩ দিনের সমান । ( ইসলামিক পিএলপি ফাইল হেল্পলাইন 01837543285 নাম্বার ২৪/৭ খোলা থাকে । খুবই জরুরি প্রয়োজন ছাড়া চেষ্টা করবেন অফিস টাইমে কল করতে । এছাড়া প্রয়োজনে ফেসবুক পেজ বা হোয়াটস অ্যাপে ২৪/৭ যেকোনো সময় ম্যাসেজ দিতে পারেন ।
  11. আপনার কাঙ্খিত সেবা / সার্ভিস / তথ্য যথাসময়ে না পেলে এই 01837543285 নম্বরে কল করে অভিযোগ জানান । আরো পড়ুন...

05.কপিরাইট নীতি

  1. ইসলামিক পিএলপি ফাইল এই ওয়েবসাইটে প্রকাশিত সকল গ্রাফিক্স ফাইল এবং কন্টেন্টের স্বত্ত্বাধিকারী কেবল মাত্র ইসলামিক পিএলপি ফাইল'ই । যে কোনো উদ্দেশ্যে এই সাইটে প্রকাশিত কোন Plp,Psd,Png, Victor পোস্ট বা পেইজের কন্টেন্ট সম্পূর্ণ কপি করে অন্যত্র প্রকাশ করা সম্পূর্ণই নিষিদ্ধ । তবে পোস্ট বা পেইজের কোন কন্টেন্টের অংশ বিশেষ কপি করে অন্যত্র প্রকাশ করা যাবে সেক্ষেত্রে ইসলামি পিএলপি ফাইল  ওয়েবসাইটের DoFollow লিংকযুক্ত করে ক্রেডিট উল্লেখ করতে হবে ।
  2. ইসলামিক পিএলপি ফাইলে প্রকাশিত ব্লগপোস্টগুলো অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন বাংলা / ইংরেজি সোর্স থেকে মূলত ভাবানুবাদ করে লেখা হয় , সে ক্ষেত্রে কোন কোন পোস্ট কখনো কাকতালীয়ভাবে সোর্সের সাথে সরাসরি মিলে যেতে পারে ( অনুবাদ ) । মূল কনটেন্টটি যদি আপনার হয়ে থাকে এবং এটি অন্য কোথাও / ভাষাতে প্রকাশিত হোক এটা যদি না চেয়ে থাকেন তবে ওয়েবসাইট অ্যাডমিনকে অবহিত করুন ।
  3. তাছাড়াও যদি কোন ব্লগ রাইটার অন্য কোন মাধ্যমে আপনার প্রকাশিত আর্টিকেল হুবহু কপি করে ইসলামিক পিএলপি ফাইল প্রকাশ করে থাকে ও যদি উপযুক্ত ক্রেডিট উল্লেখ না করে এবং আপনি যদি চান উক্ত আর্টিকেলের অংশ বিশেষ অন্য কোথাও ব্যবহার নিষিদ্ধ তাহলেও ওয়েবসাইট অ্যাডমিনকে অবহিত করুন ।

06.গোপনীয়তা নীতি

  1. ইসলামিক পিএলপি ফাইল ওয়েবসাইটে আপনার প্রবেশ করানো যেকোন তথ্য যেমন নাম , ইমেইল , মোবাইল ফোন নাম্বার , ওয়েবসাইট লিঙ্ক ও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা হয় কিন্তু তার ১০০ % সুরক্ষার নিশ্চয়তা ইসলামিক পিএলপি ফাইল দেয় না।
  2. আমরা বিজ্ঞাপন সরবরাহ করতে এবং আমাদের ওয়েবসাইট ট্র্যাফিক বিশ্লেষণ করতে কুকি ব্যবহার করি । আপনার পছন্দের বিষয় জেনে আপনাকে বিজ্ঞাপন দেখানোর জন্য আমরা বিভিন্ন বিজ্ঞাপন কোম্পানির ( যেমন গুগল অ্যাডসেন্স এবং গুগল অ্যানালিটিক্সের ) সাথে আপনার সাইট ভিজিটের তথ্য ও সাইটে আপনার দ্বারা প্রবেশ করানো ইনফরমেশন শেয়ার করে থাকি ।
  3. এই ওয়েব সাইটের সকল কন্টেন্ট এবং ফাইল সবার জন্য উন্মুক্ত নয় । ক্ষেত্র বিশেষে বিভিন্ন কন্টেন্ট বা ফাইল দেখার জন্য উপযুক্ত অথেনটিক অ্যাকাউন্ট ব্যবহার করতে হতে পারে । আরো পড়ুন...

07.কমেন্ট পলিস

  1. ইসলামিক পিএলপি ফাইল  এই ওয়েবসাইটে কোনো পোস্ট বা পেইজে মন্তব্য করার ক্ষেত্রে যে পোস্ট বা পেইজে মন্তব্য করবেন কেবলমাত্র সেই পোস্ট বা পেইজ সংশ্লিষ্ট কোনো বিষয়ের কোন কিছু জানতে বা জানাতে চাইলে মন্তব্য করতে পারবেন ।
  2. যে পোস্ট বা পেইজে মন্তব্য করবেন সেই পোস্ট বা পেইজ সংশ্লিষ্ট কোনো বিষয়ে নিজের ভাল লাগার অনুভূতি ব্যক্ত বা গঠনমূলক সমালোচনা করে মন্তব্য করতে পারবেন ।
  3. উপরোক্ত বিষয়গুলি ছাড়া অন্য কোন বিষয়ে মন্তব্য করবেন না ।
  4. কমেন্টে সকল ধরণের অশালীন , অশ্রাব্য ও আক্রমনাত্বক শব্দের ব্যবহার নিষিদ্ধ ।
  5. আপনার বা অন্য কারো কোন মতামত , অভিযোগ বা প্রশ্ন জানাতে যোগাযোগ পেইজ ব্যবহার করুন ।

08.আমাদের নীতিমালায় আপনার একমত প্রসঙ্গে

  1. আপনি islamicplpfile.com সাইটটি ভিজিট করার মাধ্যমে এই সাইটের সকল শর্ত , গোপনীয়তা নীতি ও সমস্ত নীতিমালার সাথে একমত পোষণ করছেন । আপনি যদি আমাদের কোন শর্ত , গোপনীয়তা নীতি ও সমস্ত নীতিমালার সাথে একমত পোষণ না করেন তাহলে এই সাইটের সকল সার্ভিস / সেবা গ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখুন । আমাদের কোনো শর্ত গোপনীয়তা নীতি ও নীতিমালার বিষয়ে আপনার বা অন্য কারো কোন মতামত , অভিযোগ বা প্রশ্ন জানাতে আমাদের যোগাযোগ পেইজ ব্যবহার করুন ।
  2. ইসলামিক পিএলপি ফাইল যে কোনো প্ল্যাটফর্মে অগঠনমূলক , অসামাজিক , অশ্রাব্য , অশ্লীল নীতি বিবর্জিত , আক্রমনাত্ত্বক বা অনৈতিক আচরণ ( পোস্ট , কমেন্ট , ম্যাসেজ ইত্যাদি ) করলে কোন পূর্ব নোটিস ছাড়াই তাকে ব্যান করা হতে পারে ।

09.বিশেষ দ্রষ্টব্য

  1. ইসলামিক পিএলপি ফাইলে প্রকাশিত বিভিন্ন Plp File,Psd File,Victor, PngPng ফাইনালের ফ্রি ও পেইড মেম্বারশীপ রয়েছে । যে কোন ফাইনালের পেইড মেম্বারশীপের সাবস্ক্রিপশন চার্জ নির্ধারণের ক্ষেত্রে ইসলামিক পিএলপি ফাইল কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে ।
  2. সকল কাস্টম ডিজাইনের আবেদন ,মাহফিল পোষ্টার,ঈদ পোষ্টার,লোগো, নির্বাচন পোষ্টার,ইত্যাদির ক্ষেত্রে অতিরিক্ত ফি দেয়া সবার জন্য বাধ্যতামূলক ।
  3. অনলাইন ও অফলাইনের ক্ষেত্রে আলাদা ফি প্রযোজ্য ।
  4. সকল সিদ্ধান্তের ক্ষেত্রে ইসলামিক পিএলপি ফাইল অ্যাডমিন প্যানেলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে ।
  5. ইসলামিক পিএলপি ফাইলের কোনো সার্ভিস বা সেবা নেওয়ার পর উপরোক্ত কোনো নীতিমালা ভঙ্গ করলে বা ক্ষতিকর উদ্দেশ্যে ব্যবহার করলে বিনা নোটিসে ইসলামিক পিএলপি ফাইল সেই সেবা বা সার্ভিস বাতিল করার ক্ষমতা রাখে । একই সাথে জরিমানা করতেও পারে ৫ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত যা সেবা বা সার্ভিস ভঙ্গকারী প্রদানে বাধ্য থাকবে । নীতিমালা ভঙ্গের জন্য কোনো সেবা বা সার্ভিস বাতিল হলে তার ক্রয়মূল্য অফেতযোগ্য ।
  6. সময়ের প্রয়োজনে বা নির্দিষ্ট কারণের প্রেক্ষিতে যেকোন সময় যেকোন নীতিমালা পরিবর্তিত , পরিবর্ধিত , পরিমার্জিত হতে পারে ।

Post a Comment