ঈদ মোবারক পোস্টার ডিজাইন PLP ফাইল ফ্রি ডাউনলোড 2022 - Islamic Plp File

ঈদ মোবারক পোস্টার ডিজাইন PLP ফাইল ফ্রি ডাউনলোড 2022 - Islamic Plp File, I P F - 48



আবু তালিবের তত্ত্বাবধানে শিশু মুহাম্মদ ( সাঃ )

আবদুল মুত্তালিবের মৃত্যুর পর কোন কোন বর্ণনা মতে তার অসিয়ত অনুযায়ী এবং কোন কোন বর্ণনায় আবু তালিব স্বেচ্ছায় নবী করীম ( সাঃ ) -এর প্রতিপালনের দায়িত্ব গ্রহণ করেন । তার আসল নাম ছিল আবদে মানাফ । কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র তালিবের কারণে তার কুনিয়াত আবু তালিব এতটা প্রসিদ্ধি লাভ করে যে আসল নাম চাপা পড়ে যায় ।

বালক তালিব নবী করীম ( সাঃ ) -এর সমবয়স্ক ছিল এবং উভয়ের মধ্যে গভীর ভালবাসা বিদ্যমান ছিল । কুরাইশগণ যখন বদর যুদ্ধে যাওয়ার জন্য বনী হাসিমকে বাধ্য করে তখন তালিবও তাদের মধ্যে ছিল । সে যুদ্ধে অংশগ্রহণ করে নাই , নিহতদের তালিকায় তার নাম নাই এবং সে মক্কায়ও প্রত্যাবর্তন করে নাই এবং তার কোন সন্ধান পাওয়া যায় নাই । আবু তালিব নবী করীম ( সাঃ ) -এর আপন চাচা ছিলেন ।

তিনি নবী করীম ( সাঃ ) -কে নিজের সন্তানদের চেয়েও অধিক ভালবাসতেন । নিজের কাছেই শয়ন করাতেন এবং যেখানে তিনি যেতেন সংগে করে নিয়ে যেতেন । খাওয়ার সময় নবী করীম ( সাঃ ) এসে শরীক হলেই আন্যান্যরা খাওয়া শুরু করতেন । বিভিন্ন বর্ণনা মতে , আবু তালিবের পরিবারস্থ লোকজন নবী মুহাম্মদ ( সাঃ ) -কে ছেড়ে যদি আহার করতো তাদের কারও পেট ভরতো না ।

যখন নবী করীম ( সাঃ ) সবার সাথে খেতে বসতেন তখন সবার পেট ভরে যেত এবং খানা বেচে যেত । তাঁর এই বরকত লক্ষ্য করে আবু তালিব নিয়ম করে দেন যে , সবাই যখন আহার করতে বসতো তখন আবু তালিব বলতেন দাঁড়াও আমার বাছাকে আসতে দাও । তারপর নবী করীম ( সাঃ ) এলে সকলে খানা খাওয়া শুরু করতেন । আবু তালিব বলতেন , বাছা , তুমি বড়ই বরকতের অধিকারী । খানা খেতে বসে ছেলেপেলেরা অভ্যাসমতো কাড়াকাড়ি শুরু করলে নবী করীম ( সাঃ ) হাত গুটায়ে বসে থাকতেন ।

এ অবস্থা দেখে আবু তালিব তার জন্য পৃথক এবং নিজের জন্য পৃথক খানার ব্যবস্থা করতেন । মাদুর বিছানো হতো এবং সেখানে আর কেউ বসতো না । শুধু নবী করীম ( সাঃ ) তার সাথে বসে যেতেন । আবু তালিব বলতেন , রাবিয়ার খোদার কসম , আমার এই বাছাধনের সর্দারী শোভা পায় । 


নবী মুহাম্মদ ( সাঃ ) -এর বকরী চড়ানো

নবী করীম ( সাঃ ) -এর চাচার আর্থিক অবস্থা খুবই খারাপ থাকায় স্বয়ং নবী করীম ( সাঃ ) উপার্যনের চিন্তা - ভাবনা করেন । ছোটবেলায় দুধমাতার গৃহে অবস্থান করার সময় তিনি তার দুধ ভাই - ভগ্নির সাথে তাদের পরিবারের ছাগল চড়াতেন । জ্ঞান বুদ্ধি হওয়ার পর ছাগল চড়ানোর কাজ তিনি পারিশ্রমিকের বিনিময়ে মক্কায় করতে থাকেন ।

নবী করীম ( সাঃ ) বলেছেন , কোন নবী এমন ছিলেন না যে ছাগল চড়ান নাই । লোকে জিজ্ঞেস করে , হুজুর আপনি কি ছাগল চাড়ায়েছেন । হুজুর ( সাঃ ) বললেন , হ্যা , আমি ছাগল চড়ায়েছি । হযরত আবু হুবায়রা ( রাঃ ) বলেন , নবী করীম ( সাঃ ) বলেছেন , আমি কিছু কারারিতের বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চড়াতাম ।

কোন কোন বর্ণনাকারী বলেছেন , কারারিত তৎকালীন আরবের মুদ্রা ( এক দিনারের দশ ভাগের একভাগ অথবা বিশ ভাগের একভাগ ) । আবু সালমা বিন আবদুর রহমান বলেন , একবার লোক - জন নবী করীম ( সাঃ ) -এর সাথে পিলু বৃক্ষরাজির মধ্য দিয়ে পথ অতিক্রম করছি - লেন । তখন নবী করীম ( সাঃ ) বলেন , এই গাছের যে ফলগুলো কালো হয়ে গেছে তা পেড়ে আন । যখন আমি ছাগল চড়াতাম তখন আমি এই ফল পাড়তাম ।



আমাদের ওয়েব সাইটের বিষয়বস্তু অনুলিপি করা এবং এটি অন্য কোনও ওয়েবসাইটে পুনরায় প্রকাশ করা কঠোরভাবে নিষিদ্ধ। এটি আইনত দন্ডনীয় অপরাধ। সুতরাং সাবধান, আমাদের সাইটের লিখিত সামগ্রী কপি করবেন না।

 

যদি আপনার ডাউনলোড করতে সমস্যা হয় তবে দয়া করে মন্তব্য করুন বা ফেসবুক পেজে আমাদের সাথ যোগাযোগ করুন।

 

  • ডিজাইনার: মামুনুল হক
    • সংস্থা: ইসলামিক পিএলপি ফাইল
    • ফাইল ফর্ম্যাট: জিপ সংরক্ষণাগার।
    • ডিজাইনের ফর্ম্যাট: পিএলপি (পিক্সেলল্যাব প্রকল্প) [জেপিজি সংযুক্ত]।
    • ডিজাইন সফটওয়্যার: পিক্সেলল্যাব
    • ডিজাইনের রেজুলেশন: আল্ট্রা এইচডি।
    • ডিজাইনের রঙ: আরজিবি কালার।
    • প্রিন্ট প্রস্তুত: হ্যাঁ।
    • ডিজাইন সমর্থিত অ্যাপ্লিকেশন: পিক্সেলল্যাব ডার্ক।
    • ডিজাইনের অবজেক্টের ধরণ: স্মার্ট অবজেক্ট।
    • ডিজাইনের ধরণ: প্রিমিয়াম ডিজাইন।
    • নকশা মূল্য: বিনামূল্যে।
    • ডিজাইন কোড : I P F - 48






এখনই ডাউনলোড করুন



পিএলপি কর্নার ✅

ইসলামিক লোগো,মাহফিল পোস্টার,ঈদ শুভেচ্ছা,ইফতার মাহফিল,ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার,নির্বাচনী পোস্টার ডিজাইন সহ সকল প্রকার পি এল পি ফাইল পাওয়া যাবে।

Post a Comment

Previous Post Next Post